দিরিপোর্ট ডেস্ক : জোহানেসবার্গে বুধবার বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে ৪ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনার কিউ ডি কুকের ৪৩ এবং হাশিম আমলার ৩১ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ১৫৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান এবং মোহাম্মদ হাফিজ ২টি করে উইকেট শিকার করেন।

স্বাগতিকদের ব্যাটিং এর পরই বৃষ্টি নামে। ম্যাচের ১০.৫ ওভার ভেসে যায়। বৃষ্টি আইনে পাকিস্তানের টার্গেট দাড়ায় ৯.১ ওভারে ৬৫ রান।

ব্যাটিং এ নেমে ৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান স্কোরবোর্ডে সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান।শেষ পর‌্যন্ত ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন হাফিজরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে জেপি ডুমিনি এবং লোনওয়াবো একটি করে উইকেট নেন।

২২ নভেম্বর কেপটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১৫৩/৭(কুক ৪৩, আমলা ৩১; জুনায়েদ ২৪/২, হাফিজ ২৫/২)

পাকিস্তান : ৬০/২(হাফিজ ১৩*, আকমল ৭*; লেনওয়াবো ১৯/১, ডুমিনি ৩/১)

ফল : দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী।

(দিরিপোর্ট/এমআই/এমডি/নভেম্বর ২১,২০১৩)