পাঁচ কার্যদিবস পর বাজারে নিম্নমুখী প্রবণতা
দিরিপোর্ট প্রতিবেদক:একটানা পাঁচ কার্যদিবস সূচক এবং লেনদেন বাড়ার পর বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। নিম্নমুখী প্রবণতা দিয়ে দিনের লেনদেন শুরু হয়। এক ঘণ্টার মাথায় কমেছে অধিকাংশ শেয়ারের দর।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর। মোট লেনদেন হয়েছে ১৮০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৪৩৯ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৮৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২০টির, কমে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৭ লাখ টাকা।
দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ২১, ২০১৩