সাতক্ষীরা সংবাদদাতা : ঘুর্ণিঝড় ‘পাইলিন’ সম্পর্কে সতর্কতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বৈঠকে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পুজা চলছে। এর পরপরই শুরু হবে পবিত্র ঈদ উল আযহা। এসব মাথায় রেখে সিডর ও আইলার আঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘুর্ণিঝড় পাইলিনের গতিবিধি সম্পর্কে প্রতিটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

তারা আরো বলেন, অহেতুক ভীত না হয়ে সতর্কতার সঙ্গে মসজিদ , মন্দির ও পূজা মণ্ডপগুলোর মাধ্যমে মাইকিং করতে হবে। সাইক্লোন সেন্টার, স্কুল, মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়, খাবার ও চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে হবে। দুর্যোগ পরবর্তী কাজে সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করতে হবে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/অক্টোবর ১১, ২০১৩)