দিরিপোর্ট প্রতিবেদক : ‘প্রাঙ্গণেমোর’ নভেম্বরে পূর্ণ করছে নাট্যদল হিসেবে তাদের পথচলার দশ বছর। এ উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করেছে এই দলটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন-২০১৩’ শিরোনামের উৎসবে দলটি তাদের ৮টি নাটক মঞ্চস্থ করবে নভেম্বরের শেষ সপ্তাহে।

দলের প্রধান অনন্ত হীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন প্রাঙ্গণেমোরের নিয়মিত প্রযোজনাগুলোর নেপথ্যের শিল্পীরা। উৎসব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাসির উদ্দীন ইউসুফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলে জানান তিনি।

উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে ‘শ্যামাপ্রেম’। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। এই নির্দেশকের ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’ ও ‘ঈর্ষা’ এই তিন নাটক মঞ্চস্থ হবে যথাক্রমে ২৪, ২৮ ও ২৯ নভেম্বর।

এছাড়া নূনা আফরোজ নির্দেশিত ‘স্বদেশী’, ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’ প্রদর্শিত হবে ২৩, ২৫ ও ২৭ নভেম্বর। রামিজ রাজু নির্দেশিত ‘দ্রোহ প্রেম নারী’ মঞ্চায়ন হবে ২৬ নভেম্বর।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ২১, ২০১৩)