দিরিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুডের উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ উল্লেখযোগ্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৯ অক্টোবর ডিএসই-র একটি পরিদর্শক দল রহিমা ফুডের কারখানা পরিদর্শন করেন। তারা রহিমা ফুডের কারখানায় উৎপাদন সম্পুর্ণ বন্ধ রয়েছে বলে দেখতে পান।

এছাড়া রহিমা ফুডের বর্তমান পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা। এটি কোম্পানি হতে প্রকাশিত ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

(দিরিপোর্ট/এইচকে/এমডি/নভেম্বর ২১, ২০১৩)