দিরিপোর্ট ডেস্ক : সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করলেন লিওনেল মেসি। গত মৌসুমে ইউরোপীয়ান লিগে সবচেয়ে বেশি গোল করায় তৃতীয়বারের মতো তার হাতে গোল্ডেন বুটের পুরস্কার তুলে দেন নির্বাচকরা।

এই পুরস্কার পাওয়ার মধ্যদিয়ে আরেকটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ফুটবলার হিসেবে ৩ বার গোল্ডেন বুট পেয়েছেন তিনি। এর আগে ২০১০ ও ২০১২ সালেও পুরস্কার জেতেন তিনি।গত বছর ৩২ ম্যাচ খেলে ৪৬টি গোল করেন মেসি।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য চলতি মৌসুমে জ্বলে উঠতে পারেননি। সর্বশেষ রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মেসি। পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফিরতে সময় লাগবে ৬-৮ সপ্তাহ।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর এই অর্জনের জন্য সতীর্থ ও ক্লাব বার্সেলোনাকে কৃতিত্ব দেন মেসি। বলেছেন, ‘আমি সত্যিই আনন্দিত।এটা হলো দলগত চেষ্টার ফসল।’

উল্লেখ্য, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৪ বার ব্যালন ডি’ওরের পুরস্কার জিতেছেন মেসি।

(দিরিপোর্টি/এমআই/সিজি/নভেম্বর ২১, ২০১৩)