হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ডিসি অফিস ঘেরাও
রংপুর সংবাদদাতা : দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার না করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী রংপুর ডিসি অফিস ঘেরাও করে।
প্রায় ৮ কিলোমিটার পায়ে হেঁটে শহরে বিক্ষোভ মিছিল করে ডিসি অফিস ঘেরাও করে একটি স্মারকলিপি দেন তারা। এ সময় তারা নানা স্লোগান দেয়|
তাদের অভিযোগ- প্রেমে বাধা এবং বিভিন্ন সালিশে আশরাফুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন শহরের দর্শনা এলাকার দুলাল মিয়া। নভেম্বরের ৩ তারিখে দুলাল খুন হলে পুলিশ তার প্রেমিকা বেবিকে গ্রেফতার করলেও মুল আসামী আশরাফুল ও অন্যদের গ্রেফতার করেনি।
দুলালের স্বজনদের অভিযোগ, পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুনি আশরাফুলসহ অন্য আসামীদের গ্রেফতার করছে না। নিহত দুলালের আত্মীয় ও বিক্ষোভ মিছিলে থাকা শহিদুল ইসলাম জানান, খুনি আশরাফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেফতার করছে না।
মিছিলে থাকা অনেকেই জানান, আমরা শুনেছি পুলিশ টাকা নেয়ার কারণে আসামীদের গ্রেফতার করছে না। এ কারণে আমরা ডিসি অফিস ঘেরাও করেছি।
এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত বলে ফোন কেটে দেন।
(দিরিপোর্ট/আরএস/এমসি/এমডি/নভেম্বর ২১, ২০১৩)