যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
দিরিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর আইএএনএসের।
হিউস্টন শহরে বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হতাহতদের সবারই মাথায় গুলি করা হয়েছে বলে স্থানীয় শেরিফ কার্যালয় জানায়।
পুলিশ ওই বন্দুকধারীকে ধরতে অভিযান শুরু করেছে। তবে, কেন এ হামলা চালানো হয়েছে তা এখানো জানা যায়নি। হতাহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২১, ২০১৩)