দিরিপোর্ট ডেস্ক: চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। স্বজনরা শেষকৃত্যের জন্য তাকে শ্মশানেও নিয়ে গেছে। সেখানে কেঁদে উঠলো শিশুটি। রক্ষা পেল জীবন্ত পোড়ানোর হাত থেকে। খবর এএফপির।

চীনের পশ্চিমাঞ্চলীয় আনহুই প্রদেশে এ ঘটনা ঘটেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জানিয়েছে, গুরুতর অসুস্থ এক মাস বয়সী ওই শিশুটিকে আনহুই প্রাদেশিক শিশু হাসপাতালে নিয়ে যায় তার মা-বাবা। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে প্রাদেশিক রাজধানী হেফেই-এর একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার তার কান্নার শব্দ শুনতে পান শ্মশানের এক কর্মী।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন। বুধবার রাত থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। শিশুটি শ্বসনতন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে সামরিক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

(দিরিপোর্ট/ কেএন/ এমডি/ নভেম্বর ২১, ২০১৩)