দিরিপোর্ট ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে বলেছেন ‘শচিন টেন্ডুলকারের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। দেশের ক্রিকেটের জন্য বিশাল অবদান রেখেছেন। ভারতরত্ন পাওয়ার জন্য তিনিই যোগ্য ব্যক্তি।’

শচিনের বিদায়ী টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি কুম্বলে। কর্ণাটক ক্রিকেট এ্যাসোসিয়েশনের নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন সাবেক এই ভারতীয় স্পিনার।

কুম্বলে বলেছেন, ‘আমি নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় মাঠে থাকতে পারিনি। শচিনের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি খেলার চতুর্থ দিন মাঠে উপস্থিত থাকবো বলে তাকে জানিয়েছিলাম। কিন্তু তার আগেই খেলা শেষ হয়ে গেল।’

দীর্ঘ্য ২৪ বছর ধারাবাহিকভাবে খেলার কারণে পরিবারকে সময় দিতে পারেননি শচিন। এখন পরিবারকে বেশি সময় দেওয়া উচিৎ তার, যোগ করেন কুম্বলে।

(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২১, ২০১৩)