টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট, যাত্রীরা দুর্ভোগে
টাঙ্গাইল সংবাদদাতা : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে টাঙ্গাইলেও চলছে পরিবহন ধর্মঘট।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারাদেশে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
পরিবহন ধর্মঘটের কারণে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ও ট্রাক ছেড়ে যায়নি। তবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে।
ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাস চলাচল না করায় সিএনজি ও অটোরিকশায় ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি।
(দিরিপোর্ট/এআর/এফএস/নভেম্বর ২১, ২০১৩)