সিলেটে পরিবহন ধর্মঘট,গাড়িভাঙচুর
সিলেট সংবাদদাতা : পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সিলেটেও চলছে ধর্মঘট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিবহন শ্রমিকরা সিলেটের চন্ডিপুল এলাকায় সিএনজি, অটোরিক্সা ও হিউম্যান হলার ভাঙচুর করে।
মহাসড়কগুলোর মতো আঞ্চলিক সড়কগুলোতে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে ভোরে ঢাকাগামী হানিফ পরিবহনের ৪-৫টি বাস আটকে রাখে শ্রমিকরা। পরে পরিবহন নেতৃবৃন্দের হস্তক্ষেপে বাসগুলো ছেড়ে দেয়া হয়।
পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়তে হয় যাত্রীদের। ফলে অনেকে রেলস্টেশনে ট্রেনের টিকিটের জন্য ভিড় করছেন। আবার অনেকে বাসের টিকিট বাতিল করে ট্রেনে যাত্রা করেছেন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের দক্ষিন সুরমা থানার ওসি রঞ্জন সামস্ত চন্ডিপুল এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন।
(দিরিপোর্ট/এমজেসি/এফএস/এমসি/নভেম্বর ২১, ২০১৩)