দিরিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের উদ্বোধনী টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের গতিঝড়ে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রড একাই ভেঙে দিয়েছেন স্বাগতিকদের ব্যাটিং মেরুদণ্ড। দিন শেষে ৮ উইকেট হারিয়ে মাইকেল ক্লার্কের দলের সংগ্রহ ২৭৩।

ব্রিসবেনে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। আর উইকেটে থিতু হওয়ার আগেই ইংলিশ-ঝাঝালো বোলিংয়ের মুখে নতজানু হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা।

দলীয় ১২ রানে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্রডের বলে ফিরে গিয়েছেন ওপেনার ক্রিস রজার্স (১)। দ্বিতীয় উইকেটে শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের ৫৯ রানের জুটিতে দাঁড়িয়ে ধাক্কা সামলে ওঠেছিল অস্ট্রেলিয়া। কিন্তু লাঞ্চের ঠিক আগে ফের ব্রড তেতে উঠেছেন। ব্যক্তিগত ২২ রানে ফিরিয়ে দিয়েছেন ওয়াটসনকে। আর লাঞ্চের পর একে একে সাজঘরে ফিরেছেন মাইকেল ক্লার্ক (১), ডেভিড ওয়ার্নার (৪৯), অভিষিক্ত জর্জ বেইলি (১), স্টিভেন স্মিথ (৩১), মিচেল জনসন (৬৪) ও পিটার সিডল (৭)।

তবে সপ্তম উইকেটে হ্যাডিনকে দারুণ সঙ্গ দিয়েছেন বোলার মিচেল জনসন। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ১১৪ রান। ব্রডের বলে জনসন আউট হলেও ৭৪ রানে ব্যাট করছেন হ্যাডিন; সঙ্গী তার রায়ান হ্যারিস (৪)।

চলতি বছর দারুণ পার করছেন ব্রড। ব্রিসবেনেও তার ব্যতয় হয়নি। ৬৫ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে চলতি বছর প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে নিজের ঝূলিতে পুড়েছেন ৫০ উইকেট। এছাড়া জেমস অ্যান্ডারসন নিয়েছেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৭৩/৮ (হ্যাডিন ৭৮*, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯, স্মিথ ৩১; ব্রড ৫/৬৫)

(দিরিপোর্ট/এমআই/সিজি/এএস/নভেম্বর ২১, ২০১৩)