নির্বাচনে অংশ নিতে ফখরুলকে প্রধানমন্ত্রীর আহবান
দিরিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ দিরিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জা ফখরুলকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মির্জা ফখরুলকে বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করবে না। আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো।’
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুলকে আরো বলেন, ‘জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকে মেনে নেবো।’
প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সংলাপে বসারও আহবান জানান। তিনি বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক (সৈয়দ আশরাফুল ইসলাম) ও আপনি সংলাপে বসে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করুন।’
(দিরিপোর্ট/ওএস/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)