প্রধানমন্ত্রীর উপদেষ্টা এখন ১০
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জন। মন্ত্রীর পদমর্যাদায় বৃহস্পতিবার শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়াকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য গত হওয়া মহাজোট মন্ত্রিসভায় শফিক আহমেদ আইনমন্ত্রী ও দিলীপ বড়ুয়া শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আগে থেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন সাত জন। এদের মধ্যে মন্ত্রী মর্যাদায় এইচটি ইমাম, সৈয়দ মোদাচ্ছের আলী, মসিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, গওহর রিজভী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় তারিক আহমেদ সিদ্দিকী।
সর্বশেষ গত ১৮ নভেম্বর মন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জাতীয় পার্টির নেতা জিয়া উদ্দীন আহমেদ বাবলু।
(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/নভেম্বর ২১,২০১৩)