দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপারলিগের ম্যাচ শুক্রবার মাঠে গড়াচ্ছে। প্রাইম ব্যাংক নামছে টিকে থাকার লড়াইয়ে। হারলেই স্বপ্ন শেষ। প্রতিপক্ষ শক্তিশালী গাজী ট্যাংক ক্রিকেটার্স। খেলাটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই দিন বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফতুল্লায় মোহামেডান-কলাবাগান ক্রিকেট একাডেমি মুখোমুখি হচ্ছে।

এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দুর্দান্ত দলই গড়েছিল। জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, সৈকত আলী, মাহমুদুল হাসান, তৈয়বুর পারভেজ, তাপস বৈশ্যদের পেয়েছে। আবার বিদেশ থেকেও ভানুকা রাজাপাকসে, সামান ডি জয়সা, জীবন মেন্ডিজ, ব্রেন্ডন টেইলর, লাহিরু থিরিমান্নে, রবি বোপারা, শিহান জয়াসুরিয়াদের মতো ক্রিকেটারকে পেয়েছিল। কিন্তু কাগজে-কলমে বাঘ হয়েও, মাঠে দলটি পারফর্ম করতে পারেনি। পরিস্থিতি এমন আশা জিইয়ে রাখতে হলে প্রাইম ব্যাংককে জিততেই হবে।

প্রাইম ব্যাংকের চেয়েও কঠিন পরিস্থিতিতে কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ)। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংক ক্রিকেটার্স জিতলে আর কলাবাগান সিএ হারলে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়ে যাবে কলাবাগান সিএ’র।

সুপারলিগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংক ম্যাচে যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে। প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে শেখ জামাল, প্রাইম ব্যাংক ও মোহামেডানেরও। আর কলাবাগান সিএ’কে চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে প্রতিটি ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী ট্যাংক। প্রাইম দোলেশ্বর ছিল দ্বিতীয় স্থানে। আর মোহামেডান তৃতীয় স্থানে। তিন দল ১৪ পয়েন্ট নিয়ে লড়ছে। দ্বিতীয় রাউন্ড থেকেই ক্রিকেট লিগ আরও জমে উঠবে।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২১, ২০১৩)