ব্রিজবেন সেরেনা-শারাপোভা
দিরিপোর্ট ডেস্ক : লক্ষ্য শিরোপা অক্ষুন্ন রাখা। সেই লক্ষ্য নিয়েই আগামী মাসের ব্রিজবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে অংশ নিচ্ছেন টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। সেরেনার সঙ্গী হচ্ছেন রাশান মারিয়া শারাপোভা। অংশ নিচ্ছেন আরো অনেকেই। কারণ এই আসরকেই অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হয়।
আগামী ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ব্রিজবেন টুর্নামেন্টে বিশ্বের সেরা ১০ জনের মধ্যে অন্তত ৬ জন অংশ নেবেন। বৃহস্পতিবার ঘোষিত তালিকা অনুযায়ী বিশ্বের ২ নাম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা, চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ছাড়াও জেলেনা জাঙ্কোভিচ, অ্যাঞ্জেলিক কারবার এবং ক্যারোলিন ওজনিয়াকি এ টুর্নামেন্ট অংশ নিচ্ছেন।
পুরুষ বিভাগে মূল আকর্ষণ থাকবেন ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেদেরার। তার প্রতিপক্ষ শীর্ষ ২০-এর জাপানের কেই নিশিকোরি, ফ্রান্সের হাইলস সিমন এবং দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন
(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২১, ২০১৩)