দিরিপোর্ট প্রতিবেদক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীকে।

আমন্ত্রণের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় দিরিপোর্টকে নিশ্চিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

তিনি জানান, রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছি। তবে যাবার সিদ্ধান্ত এখনও নেইনি। নিজেদের মধ্যে আলোচনা করে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

কৃষক শ্রমিক জনতা লীগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণের আমন্ত্রণে ভারতীয় দূতাবাসে যান কাদের সিদ্দিকী। সেখান থেকে বের হওয়ার পরই রাষ্ট্রপতির ভবন থেকে তার কাছে বৈঠকের আমন্ত্রণ আসে।

(দিরিপোর্ট/এসএন/এমএইচও/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)