দিরিপোর্ট প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দিরিপোর্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘সেখানে শুধু আমাদের মধ্যে কুশল বিনিময় হয়েছে। রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন হোস্ট। আমরা ছিলাম গেস্ট।’

সংলাপ বিষয়ে সরকারকে দেওয়া বিএনপির চিঠির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার পরও সরকার কোনো সাড়া দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সংলাপ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়েছিলাম। সরকার কোনো সাড়া দেয়নি। মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতেও এই বিষয়ে আমরা তাকে অবহিত করেছিলাম। কিন্তু এরপরও সরকার কোনো জবাব দেয়নি।’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা আমন্ত্রিত হন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা যারা সেনাকর্মকর্তা ছিলেন তাদের যথাযথভাবে এ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ কারণে সংবর্ধনায় যোগ দেননি। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সেনাকুঞ্জে যায়।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মে. জেনারেল(অব.) ফজলে এলাহী আকবর, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল সোহেল ও একান্ত সহকারী মাহবুবুল আল আমীন ডিউ।

(দিরিপোর্ট/টিএস/এমএইচ/এইচএস/নভেম্বর ২১, ২০১৩)