সরকারের ‘হানিমুনে’র সময় শেষ: ইমরান
দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার পশতুনখা’র হাঙ্গু জেলায় মার্কিন ড্রোন হামলায় ছয়জন নিহতের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নওয়াজ সরকাররের কঠোর সমালোচনা করেছেন ইমরান খান। এ সময় তিনি সরকারের ‘হানিমুনে’র সময় শেষ হয়েছে বলে মন্তব্য করেন। খবর ডননিউজের।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উদ্দেশ্য করে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান বলেন, ‘দেশ যখন ভয়ানক সমস্যায় জর্জরিত, প্রধানমন্ত্রী তখন বিদেশ সফর নিয়ে ব্যস্ত।’
পাকিস্তানি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখতে ও মার্কিন ড্রোন হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে আগামী ২৩ নভেম্বর (শনিবার) এক ঐতিহাসিক বিক্ষোভের ঘোষণা দেন ইমরান। এ বিক্ষোভে তিনি পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলকেও অংশ নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ইমরান আরও বলেন, পিএলএম (পাকিস্তান পিপলস পার্টি) মার্কিন ড্রোন হামলা বন্ধ ও তালেবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা রাখতে পারেনি। সম্প্রতি অনুষ্ঠিত ওবামা-নওয়াজ বৈঠককে ব্যর্থ বলে দাবি করেন তিনি।
এ সময় মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের শান্তি প্রক্রিয়ার ওপর আঘাত বলেও মন্তব্য করেন ইমরান।
(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২১, ২০১৩)