বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নসিমনের চাকায় ওড়না পেচিয়ে যাওয়ায় বৃষ্টি রানী ডাকুয়া নামের এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যূ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি সদর উপজেলার আতাইকাটী গ্রামের রবীণ ডাকুয়ার মেয়ে এবং পাতিলাখালি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পাতিলাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল হাদী রানা জানান, বৃষ্টির পরীক্ষা কেন্দ্র ছিল বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। সেখান থেকে পরীক্ষা শেষে নসিমনে বাড়ি ফেরার পথে পার নওয়াপাড়া এলাকায় নসিমনের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার অফিসার ইন চার্জ মো. লিয়াকাত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(দিরিপোর্ট/কে/এসবি/নভেম্বর ২২, ২০১৩)