খুলনা সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সংঘাত সংঘর্ষ গণতন্ত্রের ভাষা নয়। যেকোনো দলেরই কথা বলার অধিকার আছে, তবে তা সন্ত্রাসের পথে নয়।

খুলনায় নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেলে আমেরিকান কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত মজিনা বলেন, নির্বাচন প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে বাংলাদেশে যে বিরোধপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা সংলাপের মাধ্যমে নিরসন হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমেরিকার জনগণ বিশ্বাস করে।

ড্যান ডব্লিউ মজিনা এর আগে আমেরিকান কর্নর উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর এ ওয়াই এম আবদুল্লাহ।

ড্যান মজিনা এ অনুষ্ঠানে বলেন, খুলনায় আমেরিকান কর্নার উদ্বোধনের মধ্যে দিয়ে এক নতুন যাত্রার সূচনা হল।

তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থী, ব্যবসায়ী, ভবিষ্যতের নেতা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপকৃত হবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে খুলনাঞ্চলের মানুষের আরও বেশী ঘনিষ্ঠতা তৈরি হবে।

অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুল হক, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল জলিল ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনার রশিদ।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমেরিকান কর্নারে এক হাজার বর্গফুট জায়গায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। এখানে বার্ষিক ২০০ টাকা ফি দিয়ে যে কেউ সদস্য হতে পারবেন। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত এই কর্নার খোলা থাকবে।

(দিরিপোর্ট/এসএইচ/এসএইচ/এসবি/নভেম্বর ২২, ২০১৩)