দিরিপোর্ট ডেস্ক: লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপারমার্কেটের ছাদ ধসে আটজন নিহত ও কমপক্ষে ৩৫ জন জন আহত হয়েছেন। এ ঘটনায় ভবনটির ভেতর আরও ৫০ জন ব্যক্তি আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।দিরিপোর্ট ডেস্ক : লাটভিয়ার রাজধানী রিগায় সুপারমার্কেটের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। এছাড়া ভবনটির ভেতর বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের।

ঘটনার পর পরই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে।

দেশটির অগ্নি ও উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র ভিকতোরিজা সেমবেলে জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন উদ্ধারকারী বাহিনীর সদস্য।

তিনি জানান, উদ্ধারকাজ চালানোর সময় ওই ভবনেরই আরেকটি অংশের ছাদ ধসে পড়লে সাতজন উদ্ধারকর্মী আহত হয়।

তবে ঠিক কী কারণে ওই মার্কেটের ছাদ ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। একটি খবরে বলা হয়েছে বিস্ফোরণের কারণে এটি হয়েছে। আরেকটি খবরে বলা হয়েছে ছাদের উপর বাগান থাকার কারণে ঘটনাটি ঘটতে পারে।

রিগার উপ-মেয়র আন্দ্রিস আমেরিকস জানিয়েছেন, বিস্ফোরণের কারণে ওই ছাদ ধসের ঘটনা ঘটে থাকতে পারে। যদিও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ছাদের উপর বাগানের কারণেই এই ধসের ঘটনা ঘটেছে।

২০১১ সালে ম্যাক্সিমা চেইন নামের ওই সুপারমার্কেটটি নির্মাণ করা হয়েছিল।

(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২২, ২০১৩)