মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলায় ডাকাতের অস্ত্রের আঘাতে মা-মেয়ে আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে তেরাইল গ্রামে এ ঘটনা। গ্রামবাসী মোস্তফা নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। আহতরা হলেন দুবাই প্রবাসী শাবান আলীর স্ত্রী সাইমা খাতুন ও তার মেয়ে শোভা।

গাংনীর বামন্দি ইউনিয়ন পরিষদের মেম্বার ও দুবাই প্রবাসী শাবান আলীর ভাই জিয়ারুল ইসলাম দিরিপোর্টকে জানান, ১৫-২০ জনের একটি ডাকাত দল শাবান আলীর বাড়ির প্রাচীর টপকে ঘরের টিন কেটে ভেতরে ঢোকে। এ সময় গৃহকর্তার স্ত্রী সাইমা ও মেয়ে শোভা চিৎকার দিলে ডাকাতরা মা-মেয়ে দুজনকে কুপিয়ে আহত করে।

আহতদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় মোস্তফা নামে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন তারা।

গাংনী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক ফারুখ জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ডাকাত সদস্য মোস্তফার বাড়ি মেহেরপুর সদর উপজেলার টেংগার মাঠপাড়ার।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২২, ২০১৩)