দিরিপোর্ট২৪ প্রতিবেদক: মালবাহী ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে ওই মহাসড়কে কোনো যানবাহন না চললেও শনিবার সকাল থেকে ধীরগতিতে যানচলাচল শুরু হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রিজ এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হলে এ যানজটের সৃষ্টি হয়। তবে শনিবার ভোররাত থেকে ধীরগতিতে যানচলাচল শুরু হয়েছে।

বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে শনিবার ভোররাত থেকে আবারও ধীরগতিতে যানচলাচল শুরু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, যানজট নিরসনে পুলিশ তৎপর রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১২, ২০১৩)