দিরিপোর্ট২৪ ডেস্ক : ভূমধ্যসাগরে অভিবাসীদের বহনকারী জাহাজ ডুবিতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাল্টা ও ইতালির ল্যাম্পেদুসার মধ্যবর্তী স্থানে এবং মিশরের আলেজান্দ্রিয়া বন্দরের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানি হয়। খবর বিবিসি ও আলজাজিরার।

ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির দ্বীপ লাম্পেডুসা থেকে ১২০ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌকাটি তিন শতাধিক যাত্রী বহন করছিল। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে নৌকাটির ইঞ্জিনে কোন ত্রুটি দেখা দিয়েছিল।

মাল্টার বিমানবাহিনীর নজরে পড়লে তারা ইতালির নৌবাহিনীকে জানায় এবং দুদেশের উদ্ধারকারীরা অন্ধকারের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে। তারা এ যাবত ২০৩ জনকে উদ্ধার করেছে।

এ বিষয়ে মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেন, আফ্রিকার কাছে ইউরোপীয় জলসীমা সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনায় শত শত অভিবাসীর মৃত্যুর পর ইউরোপীয়দের লজ্জা হওয়া উচিত এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা।

গত সপ্তাহে এই লাম্পেডুসার কাছে উপকূলে এমনই এক নৌকাডুবির ঘটনায় প্রায় তিন শতাধিক অভিবাসী মারা যান।

মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট এর কার্যালয় থেকে বলা হচ্ছে, উদ্ধার হওয়া ১৪৭ জন অভিবাসী মাল্টার পেট্রোল বোটে অবস্থান করছে। আরও ৫৬ জন রয়েছে ইতালির উদ্ধারকারীদের তত্বাবধানে। দুঘর্টনায় পড়া ঐ অভিবাসীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে শুক্রবার মিশরের আলেজান্দ্রিয়া বন্দরের কাছে আরেকটি জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা বেশিরভাগই ফিলিস্তিন ও সিরিয়ার নাগরিক। তাদেরকে কাছাকাছি একটি নৌ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১২, ২০১৩)