দিরিপোর্ট প্রতিবেদক : শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ২১ নভেম্বর থেকে শুরু হলো তিন দিনব্যাপী শিল্প সংরক্ষণ বিষয়ক কর্মশালা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের নিচতলায় পেইন্টিং কনজারভেশন ল্যাবরেটরিতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করা হয়েছে। কর্মশালা ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।

ইতিহাস ও কালের সাক্ষী হিসেবে চারুশিল্পের পথিকৃত শিল্পীদের অঙ্কিত চিত্রকর্মগুলোকে তাদের মেধা, মনন, চিন্তা-চেতনা, সংগ্রাম, ত্যাগ ও শিল্পীসত্তার বহিঃপ্রকাশ ঘটায়। যেগুলো সময়ের ব্যাপ্ত পরিসরে বিবর্ণ হয়ে পড়েছে। দেশের চারুশিল্পের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা এবং সমুন্নত রাখার লক্ষ্যে চিত্রকর্ম রেস্টোরেশন প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে বেসিক নলেজ অব প্রিজারভেশন, কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন অব ফাইন আর্টস শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন শিল্পী নাসিম আহমেদ নাদভী, প্রফেসর নিসার হোসেন ও শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের রেস্টোরার মুহাম্মদ শাহাদাত হোসেন।

একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের তৃতীয় তলায় সেমিনার কক্ষে ২১ নভেম্বর সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ শওকত আলী।

(দিরিপোর্ট/আইএফ/এএস/নভেম্বর ২২, ২০১৩)