‘আন্দোলন ঠেকাতে অধিবেশনের মেয়াদ বাড়ানোর ষড়যন্ত্র’
শনিবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
ফারুক বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ২৪ অক্টোবরের পর সংসদ ভেঙে দেওয়া হবে। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা কোন ষড়যন্ত্রের অংশ তা জনগণ জানতে চায়।’
ফারুক বলেন, ‘চলতি অধিবেশন ডাকার আগে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ চলবে। কিন্তু চলতি অধিবেশনের মুলতবি হওয়ার দুই দিন আগে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর আহ্বান জানান।’
আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রস্তাবের নিন্দা জানিয়ে ফারুক বলেন, ‘বুঝতে পারছি না হঠাৎ কোন ষড়যন্ত্রের কারণে সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর কথা বলা হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের প্রতি আমাদের আহ্বান, ২৪ অক্টোবরের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার বিল এনে সংসদ ভেঙে দিন।’
২৪ অক্টোবরের পরেও সংসদ অধিবেশ চালানো হলে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করবে কিনা সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এই বিষয়ে দল পরে সিদ্ধান্ত নেবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।
(দিরিপোর্ট২৪/আরএইচ/জেএম/অক্টোবর ১২, ২০১৩)