১৮ দলের সমাবেশে প্রকাশ্যে এলেন খোকা
দিরিপোর্ট প্রতিবেদক : প্রকাশ্যে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিকেল পৌনে চারটায় সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে আসেন তিনি।
ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে সভাপতিত্ব করছেন সাদেক হোসেন খোকা। গত ২৫ অক্টোবরের সমাবেশে সর্বশেষ বক্তব্য রাখেন তিনি।
হরতাল কর্মসূচিতে কোথাও তাকে দেখা না গেলেও দীর্ঘদিন পর দলের কর্মসূচিতে উপস্থিত হওয়ায় বিষয়টি সমাবেশে আসা নেতাকর্মীদের মাঝে নানা কথার জন্ম দেয়।
বিরূপ মন্তব্যও করেছেন কেউ কেউ। সমাবেশে আসা একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপকালে এসব মন্তব্য পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, শুধু এখন নয় সবসময় সুবিধাবাদী ছিলেন খোকা। এক এগারোর সময় তার সংস্কারপন্থী ভূমিকার কথা দল ভুলে যায়নি। এরপরও ম্যাডাম তাকে কাছে টেনে নিয়েছেন। কিন্তু তিনি তার স্বভাবের বাইরে বেরিয়ে আসতে পারছেন না। সভা সমাবেশে আগুনঝরা বক্তব্য দিয়েই পগারপার। কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায় না।
তারা অভিযোগ করেন, সাদেক হোসেন খোকার জন্য ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থা এতো দূর্বল। এখন পর্যন্ত ঢাকা মহানগর বিএনপির সবগুলো কমিটি পূর্নাঙ্গ করা সম্ভব হয়নি। সারাদেশে আন্দোলন গতিশীল হলেও রাজধানীতে আন্দোলন মুখসর্বস্ব হয়ে আছে।
তারা বলেন, এক এগারোর সময় অনেক নেতা গ্রেফতার হলেও সে সময় থেকে এ পর্যন্ত গ্রেফতার হননি খোকা। এ বিষয়ে সরকারের সঙ্গে খোকার আঁতাত রয়েছে বলেও মন্তব্য করেন সমাবেশে আসা কয়েকজন তূনমূলকর্মী।
(দিরিপোর্ট/টিএস/এমএইচ/এমডি/নভেম্বর ২২, ২০১৩)