দিরিপোর্ট প্রতিবেদক : প্রাইম দোলেশ্বর তিনশ প্লাস রান করেও হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। শুক্রবার এমন জয়ে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম (১৪৫*) ও স্টিভেন ক্রুক (১০০)। তাদের ব্যাটে চড়ে ৬ উইকেটে শেখ জামালের কাছে ধরাশায়ী ‘জায়ান্ট’ বনে যাওয়া প্রাইম দোলেশ্বর। এই জয়ে দোলেশ্বরের সমান ১৬ পয়েন্ট হয়েছে শেখ জামালের।

বিকেএসপিতে দোলেশ্বরের জসুয়া কোবের (১২৩) এক সেঞ্চুরিতেই ৩০৪ রান করে ফেলেছে! কিন্তু জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এমন নৈপুন্যই দেখালেন যে দলকে একেবারে জিতিয়েই দিয়েছে। চতুর্থ উইকেটে ১৮৯ রানের জুটিতে বাজিমাত করেছে শেখ জামাল। মুশফিক-ক্রুক মিলে দলকে জয়ের বন্দরেই পৌঁছে দিলেন। ৪৬ ওভারে ৪ উইকেটে ৩০৫ রান করে জয় পেয়ে যায় শেখ জামাল।

সংক্ষিপ্ত স্কোর:

দোলেশ্বর : ৩০৪/৭ (কোব ১২৩, মালান ৬১; মুনাভিরা ২/৪৯)

শেখ জামাল : ৩০৫/৪ (মুশফিক ১৪৫*, ক্রুক ১০০*; সোহাগ ২/৬০)

ফল : শেখ জামাল ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : মুশফিকুর রহিম (শেখ জামাল)

শিরোপা স্বপ্ন শেষ কলাবাগান সিএ’র

বাকি ম্যাচে শুধু খেলার জন্যই খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ)। শুক্রবার মোহামেডানের কাছে ৭৬ রানে হারায় এবারের আসরের শিরোপা স্বপ্ন শেষ। মোহামেডান ম্যাচটিতে জিতে ১৬ পয়েন্ট জমা করে এখনও শিরোপা স্বপ্ন দেখছে। কলাবাগান সিএ’র ভান্ডারে ১১ পয়েন্ট। মোহামেডান আগে ব্যাট করে সামিত প্যাটেলের ৮৬ রানে ২২৬ রান করে। খুব বেশি আহামরি রান নয়; কিন্তু ব্যাটিংয়ে গিয়ে কলাবাগান সিএ’কে আর খুঁজে পাওয়া যায়নি। ৪০.১ ওভারে ১৫০ রানেই অলআউট। অভিষেক মিত্র অনেক চেষ্টা-তদ্বির করে ৫১ রান করেছেন। বাকিরা সামিত প্যাটেলের (৩/৪৬) বোলিংয়ের সামনে কুলিয়ে উঠতে পারেননি। মোহামেডান : ২২৬/৯ (সামিত ৮৬, আসগার ৩৮; নাজমুল ৩/৪৬)

কলাবাগান সিএ : ১৫০/৯ (অভিষেক ৫১; সামিত ৩/২৫)।

ফল : মোহামেডান ৭৬ রানে জয়ী

ম্যাচ সেরা : সামিত প্যাটেল (মোহামেডান)

ছিটকে পড়েছে প্রাইম ব্যাংক

শিরোপা রেশ থেকে ছিটকে পড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দারুণ জয়ে গাজী ট্যাংক ফের পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে। গাজী ট্যাংক ক্রিকেটার্স ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। প্রাইম ব্যাংকের পয়েন্ট যেখানে ১২, সেখানে গাজী ট্যাংকের পয়েন্ট ১৮।

মিরপুরে অবশ্য ম্যাচটি ভালোই জমে উঠেছিল। প্রাইম ব্যাংকের ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৭ রান। ওই রান টপকাতে ১২১ রানেই গাজী ট্যাংক ৪ উইকেট হারিয়ে ফেললে প্রাইম ব্যাংক আশার আলো দেখেছিল। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ (৬৭) ও রায়ান টেন ডয়েশচেট (৬৮) মিলে পঞ্চম উইকেটে যে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ৪৭.৫ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান করেই জিতেছে গাজী ট্যাংক।

প্রাইম ব্যাংক : ২৪৭/৮ (বোপারা ৯৫, সৈকত ৬০; আরাফাত ৩/৫৭)

গাজী ট্যাংক : ২৪৮/৪ (ডোয়েশচেট ৬৮*, মাহমুদুল্লাহ ৬৭*; শিহান ২/৪৮)

ফল : গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : মাহমুদুল্লাহ রিয়াদ (গাজী ট্যাংক)

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২২, ২০১৩)