মার্কিন সৈন্য প্রত্যাহার না করার আবেদন কারজাইয়ের
দিরিপোর্ট ডেস্ক : আগামী বছর নির্বাচনের আগ পর্যন্ত অবশিষ্ট মার্কিন সৈন্য আফগানিস্তানে রাখার দাবি জানিয়েছেন
হামিদ কারজাই। তবে আফগান প্রেসিডেন্টের এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও আলজাজিরার।
লয়া জিরগায় শুরু হওয়া চারদিনের আফগান-মার্কিন সম্মেলনের প্রথমদিন উভয়পক্ষের বিপরীত অবস্থানে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার কার্যক্রম হিসেবে সর্বশেষ ১৫ হাজার সৈন্য এ বছরের মধ্যেই দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু কারজাই চাচ্ছেন তারা যেন ২০১৪ সালে দেশটিতে সাধারণ নির্বাচন পর্যন্ত থাকে।
কারজাইয়ের এ অবস্থানের ফলে আফগান-মার্কিন চুক্তিটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে সৈন্য সরিয়ে নেওয়ার এ চুক্তিতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন কারজাই। অপরদিকে মার্কিনিরা এর প্রচণ্ড বিরোধিতা করেছে।
(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২২, ২০১৩)