বিপ্লবী মুকুন্দলাল সরকার
মুকুন্দলাল ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে পাকিস্তান সরকার তাকে ডিফেন্স অব পাকিস্তান রুলে গ্রেফতার করলে দীর্ঘদিন কারা ভোগ করেন। জমিদারি প্রথা উচ্ছেদ আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
গোপালগঞ্জ ও খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়া, রাস্তা নির্মাণ, খাল খননসহ অসংখ্য জনহিতকর কাজ করে তিনি স্থানীয় জনগণের মাঝে আজো স্মরণীয় হয়ে আছেন।
(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১২, ২০১৩)