নবীন হাসান, ঠাকুরগাঁও : শ্যামাপূজা উপলক্ষে শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়েছেন জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর পাথরকালী মন্ডপে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুমুতিসাপেক্ষে দুপুর ১২ টায় একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পান দুদেশের বাংলাভাষীরা। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই মিলনমেলা।

ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলার বিএসএফের খুকরাদহ ক্যাম্পের প্রাণডাঙ্গী এলাকায় দুপুরের আগে থেকেই মানুষ জড়ো হয়। একইভাবে স্বজনদের সঙ্গে দেখা করতে পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলা থেকে শত শত নারী-পুরুষ সীমান্তের কাঁটাতারের কাছে আসেন।

শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত দিনব্যাপী মেলায় প্রতি বছর এই দিনে মিলিত হন দুদেশের বাঙালিরা। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত ছিলেন তারা।

পাথরকালী মেলার আয়োজক নগেন পাল জানান, শ্যামাপূজা উপলক্ষে প্রতিবছর এখানে এ ধরনের মেলার আয়োজন করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এই মিলন মেলা।’

(দিরিপোর্ট/এনএইচ/এইচএস/নভেম্বর ২২, ২০১৩)