দিরিপোর্ট ডেস্ক : অ্যাপলের আইফোন ও আইপ্যাড নকলের অভিযোগে স্যামসাংকে ২৯০ মিলিয়ন ডলার (২ হাজার ২শ ছাপ্পান্ন কোটি ২০ লাখ টাকা) জরিমানা করেছে সিলিকন ভ্যালির বিচারক।

এর আগে আরেকটি মামলার রায়ে জুরিরা স্যামস্যাংকে ১.০৫ বিলিয়ন ডলার জরিমানা করে। যা এখনো অপরিশোধিত রয়েছে।
ইউএস ডিস্ট্রিক্ট জাজ লুসি কো রায়টিকে পুনরায় পরীক্ষা করার কথা বলেন। কারণ স্যামস্যাং কি পরিমাণ জরিমানা দেবে তার হিসাবে বিচারকরা ভুল করেছেন।
এদিকে স্যামস্যাং বলছে তারা আপিল করবে।
অ্যাপেল একটি বিবৃতিতে বলেছে, এটা অ্যাপেলের জন্য সবসময়ই প্যাটেন্ট এবং টাকার চেয়ে বড় কিছু। এটা উদ্ভাবন ও কঠোর পরিশ্রমের বিষয়। কেননা এই আবিষ্কৃত পণ্যগুলো মানুষ ভালোবাসে। প্রাইস ট্যাগ দিয়ে এর মূল্য নির্ধারণ অসম্ভব। আমরা বিচারকদের কাছে কৃতজ্ঞ, তারা স্যামস্যাংকে দেখিয়েছে নকলেও খরচ আছে।
বিচারকরা স্যামস্যাংয়ের ২৬টি পণ্যের ১৩টির উপর এই আদেশ দিয়েছে। এই পণ্যের বেশির ভাগই পুরানো সংস্করণে স্যামস্যাং ট্যাবলেট ও স্মার্টফোন।

বিভিন্ন মামলায় অ্যাপেলের সর্বমোট ৯৩০ মিলিয়ন ডলার পাওনা আছে। এই খবরের পর অ্যাপেলের শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে স্যামস্যাংয়ের কেনা-বেচা কিছুটা তাড়াতাড়ি শেষ হয়েছে।

স্যামস্যাং বলছে প্রযুক্তি কেমন হবে তার কর্তৃত্ব অ্যাপেলের হতে পারে না। বরং তাদের উৎপাদিত পণ্য স্মার্টফোন মৌলিক আকার অনুসরণ করেছে।

এছাড়া অন্য রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে ২০১৪ সালের মার্চ।

(দিরির্টোট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২২, ২০১৩)