পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে শুক্রবার থেকে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এই মেলার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার।

এসময় পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক, চেম্বারের সভাপতি মো. শফিকুর রহমান চান মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলায় দেশের বিভিন্নস্থান থেকে আগত ৫৭টি স্টল রয়েছে। দেশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করাই এ মেলার লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।

(দিরিপোর্ট/কেবিডি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)