গলাচিপায় ১৮ দলের বিক্ষোভ, সমাবেশ
পটুয়াখালী সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির পাঁচ সদস্যের নিঃশর্ত মুক্তির দাবি, সারাদেশে ১৮ দলীয় জোটের নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ১৮ দলীয় জোট বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করে।
১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ মোঃ শাহাজাহান খাঁন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন মিয়া, বিএনপির সহ-সভাপতি মো. ফজলুর রহমান সাজু, বিএনপির সিনিয়ার সহ-সভাপতি আঃ ছাত্তার হাওলাদার, এড্যাভোকেট মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. সহিদ তালুকদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তির দাবী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
(দিরিপোর্ট/কেবিডি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)