দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানে ওসামা বিন লাদেনকে ধরতে সহায়তাকারী ডাক্তার শাকিল আফ্রিদি হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। আট বছর আগে খাইবার প্রদেশের একটি হাসপাতালে, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

শাকিলের আইনজীবী সামিউল্লাহ আফ্রিদি বলেছেন, শুক্রবার সকালে কর্তৃপক্ষ তাকে হত্যা মামলার বিষয়ে অবহিত করেছেন। পাকিস্তানের একটি আদালত শাকিলের বিরুদ্ধে এক মামলায় দেয়া শাস্তি খারিজ করে দেওয়ার দু্ই মাস পর দেশটির কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ এই বিচার শুরু হতে যাচ্ছে। ওই ব্যক্তির মা বলেছেন, একজন সার্জেন না হওয়া সত্ত্বেও শাকিল তার ছেলের অপারেশন করেছিলেন। আর অপারেশনের পর তার ছেলে মারা যায়।

এর আগে অস্ত্রধারীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দেশটির একটি আদালত শাকিলকে ৩৩ বছরের কারাদন্ড দিয়েছে। কিন্তু গত আগস্টে দেশটির আরেকটি আদালত বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল এমন উল্লেখ করে আবার বিচার পরিচালনার জন্য আদেশ দেন।

(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)