ইয়েমেনে জাতিসংঘ দূতের গাড়িতে হামলা
দিরিপোর্ট ডেস্ক : ইয়েমেনে জাতিংসংঘের দূত জামাল বেনোমারের গাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবারের ওই হামলায় কারও কোন ক্ষতি হয় নি। খবর এনডিটিভির।
রাজধানী সানায় বন্দুকধারীরা ওই দূতকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দেশটিতে একটি জাতীয় ঐক্যের ব্যাপারে বেনোমার মধ্যস্থতা করছেন।
দেশটির দুই অংশের মধ্যে অনৈক্যের কারণে এই আলোচনা স্থগিত হয়ে আছে।গত সপ্তাহে তিনি অভিযোগ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট সালেহের প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তির কারণে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত এই আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, যারা এই আলোচনা বাধাগ্রস্ত করছে জাতিসংঘ তাদের শাস্তি দেবে।
২০১১ সালে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা থেকে সরে দাড়ান। সালেহ ৩৩ বছর ক্ষমতায় ছিলেন।
(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)