পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে
পাবনা সংবাদদাতা : পাবনা জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ গ্রেফতারকৃত বিএনপি নেতাদের মুক্তির দাবিতে
জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
ভোর থেকেই দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে নসিমন-করিমন চলাচল করছে। দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যান্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের টহল জোরদার করা হয়েছে।
জেলা বিএনপির দফতর সম্পাদক জহুরুল ইসলাম দিরিপোর্টকে জানান, জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৩, ২০১৩)