অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি, ২৩ জন উদ্ধার
চট্টগ্রাম সংবাদদাতা : অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ২৩ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান দিরিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বহদ্দারহাটের খতিবেরহাট এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ওই ২৩ ব্যক্তিকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়েছে। আটক ছয়জন দালাল বলে জানান ওসি।
ওসির ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিদের অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে ওই ব্যক্তিদের চট্টগ্রাম আনা হয়। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন দালালরা।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৩, ২০১৩)