শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় আটক
দিরিপোর্ট প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক দুজন হলেন টিগনেস কুমার ও দীনেশ মঙ্গিয়া।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ইত্তেহাদের একটি ফ্লাইটে তারা দুবাই থেকে শাহজালালে আসেন।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ইত্তেহাদের একটি ফ্লাইটে ভোর সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গতিবিধি সন্দেহজনক হলে টিগনেস কুমার নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করতে চায় কাস্টমস কর্মকর্তারা।
পরে দীনেশ মঙ্গিয়া সেখানে আসে। এ সময় কাস্টমস কর্মকর্তারা টিগনেস কুমারের লাগেজ ও দেহ তল্লাশি করে ১ কেজি ওজনের ৫টি এবং আধা কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করে।
ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো দুবাই থেকে আনা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন।
জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে কামরুল হাসান জানিয়েছেন।
(দিরিপোর্ট/ডি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)