ঈগল হত্যায় ১০ লাখ ডলার জরিমানা!
দিরিপোর্ট ডেস্ক : ঈগল হত্যার দায়ে একটি মার্কিন বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
ডিউক অ্যানার্জি রিনিউয়্যাবল গত তিন বছরে ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে তাদের দুই বায়ুবিদ্যুৎ প্রকল্পে ১৪টি ঈগলের মৃত্যুর দায়ে এ জরিমানা দিতে রাজি হয়েছে।
এই প্রথম ওবামা প্রশাসন কোনো বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিল। পরিযায়ী পাখি রক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বন্যভূমি ও জলাভূমি সংরক্ষণ কমিটিকে জরিমানার অর্থ দেওয়া হবে।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্পে প্রায় ৬৭টি ঈগল মারা গেছে।
শিকার ধরার সময় ঈগল কোনো দিকে লক্ষ্য না করে শিকারের খোঁজে ছুটতে থাকে। এসময় বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইনে জড়িয়ে তাদের মৃত্যু হয়। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)