২০১৪ তে ভারত-পাকিস্তান সিরিজ!
দিরিপোর্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম সিথি বলেছেন ‘হংকংয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আমি বিসিসিআই প্রধান এন শ্রীনিভাসনের সঙ্গে একটি সিরিজ আয়োজনের ব্যাপারে আলোচনা করেছি। ভারতের নির্বাচনের পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমাকে আশস্ত করেছেন।’
দ্বিপক্ষীয় এই সিরিজ হলে ভারতই হবে স্বাগতিক দল। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর কোনো টেস্ট খেলুড়ে দলই পাকিস্তান সফর করেনি। নিরাপত্তাজনিত কারণে ২০০৯ ও ২০১১ সালে পাকিস্তান সফর বাতিল করেছিল ভারত।
পিসিবি সভাপতি বলেছেন ‘সন্ত্রাসবাদের কারণে কোনো দলই পাকিস্তানে খেলতে আসতে চায় না। এ বিষয়ের সমাধানে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে’।
সর্বশেষ গত বছর কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান দল ভারত সফর করে ২টি টোয়েন্টি২০ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলে।
(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২৩, ২০১৩)