দুই ছাত্রকে ফেরত দিল বিএসএফ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল চেকপোস্টের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল মান্নান জানান, রবিবার মধ্যরাতে বিএসএফ তাজউদ্দিন (১৫) ও শরিফুল ইসলাম (১৬) নামে ওই দুই কিশোরকে হস্তান্তর করেছে। তারা দুজনেই বারোপোঁতা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
শনিবার বিকাল ৫টার দিকে তারা বেনাপোল বন্দর থানাধীন গাতিপাড়া গ্রামে তাজউদ্দিনের ফুপুর বাড়িতে বেড়াতে যায়। রাতে হরিদাসপুর বিএসএফ ক্যাম্প থেকে মোবাইল ফোনে তাজউদ্দিন তার বাবা আদম আলীকে আটক হওয়ার বিষয়টি জানায়।
বিজিবির পক্ষ থেকে বিষয়টি ওপারের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে জানানো হয়। সেখান থেকে বলা হয়, ভারতের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের টহল দল ওই দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে।
পরে মধ্যরাতের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে নায়েক সুবেদার আবদুল মান্নান জানান।
তাজউদ্দিন জানায়, তারা ফুপুর বাড়ি থেকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া সীমান্তে বেড়াতে যায়। এ সময় এক বিএসএফ সদস্য তাদের ডেকে সীমান্তে নিয়ে যায়। পরে বিএসএফের টহল দল তাদের আটক করে হরিদাসপুর ক্যাম্পে নিয়ে যায় এবং মারধর করে ফেরত পাঠায়।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)