দিরিপোর্ট প্রতিবেদক : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমরা শুধু তাদের সহায়তা করবো। নির্বাচন কমিশনকে সহয়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার মূল লক্ষ্য।

শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সমস্ত দেশবাসী নির্বাচন চায়। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। নির্বাচনে কারচুপি করার কোনো ইচ্ছে আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, তিনি কারচুপির নির্বাচন চান না। নির্বাচনকালীন মন্ত্রিসভা নির্বাচনী আচরণবিধি অক্ষরে অক্ষরে মেনে চলবে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

বিরোধীদলকে সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র পথ নির্বাচন। নির্বাচনে অংশ নিন। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। জনগণ যাকে চায় তিনিই প্রধানমন্ত্রী হবেন।

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিরোধী দল বলছে নির্বাচনের তফসিল ঘোষণা করলে নাকি দেশ অচল করে দেওয়া হবে। আমরা বলতে চাই যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন থেকেই সারাদেশে নৌকার গণজোয়ার তৈরি হবে। তারা (বিরোধী দল) বলছে ৫৫ হাজার বর্গমাইলেই আগুন দেবে। আমি আপনাদের বলতে চাই যারা আগুন দিতে চায়, তাদের মাথায় আপনাদের পানি ঢালার জন্যে প্রস্তুত থাকতে হবে।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(দিরিপোর্ট/এইউএ/এপি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)