নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান
দিরিপোর্ট ডেস্ক : নতুন প্রজাতির মাংসাশী ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় একশ মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করে বেড়াতো ৩০ ফুট উঁচু ও চার টন ওজনের বিশালাকার প্রাণীটি।
সম্প্রতি যুক্তরাস্ট্রের উটাহ এলাকায় সিয়াটস মিকেরোরুম প্রজাতির বিশালকার ওই ডাইনোরসের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। শিকাগোর ফিল্ড মিউজিয়াম, দ্য নর্থ ক্যারোলিনা মিউজিয়াম ও ন্যাশনাল সায়েন্স অ্যান্ড নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক শুক্রবার এই ডাইনোসর আবিষ্কারের বিষয়টি জানান।
বিশালাকার দেহ ও অন্যান্য বৈশিষ্টের ভিত্তিতে এই প্রজাতির ডাইনোসর ক্রেটাসিয়াস যুগে বাস করতো বলে ধারণা করা হচ্ছে।
তবে, এই ডাইনোসর টি-রেক্সের সমসাময়িক সময়েই পৃথিবীতে ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও টি-রেক্স প্রজাতির ডাইনোসরের দেহাবশেষও উটাহ এলাকায় পাওয়া গেছে।
তবে, টি-রেক্স সিয়াটস মিকেরোরুমের চেয়ে অনেক ছোট আকৃতির ডাইনোসর। এছাড়া তাদের খাদ্যাভাসও আলাদা ছিল। সূত্র: সিএনএন।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)