লক্ষ্মীপুরে তিন সন্ত্রাসী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ও চন্দ্রগঞ্জ বাজার থেকে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে। আটকরা হলো- মো. দেলোয়ার হোসেন, মো. শামছুদ্দিন ও আবুল হোসেন। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার সার্কেল হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার গভীর রাতে গোপন বৈঠককালে সদর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন ফোর্স নিয়ে বটতলী একটি চায়ের দোকান থেকে সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুর রবের ছেলে মো. দেলোয়ার হোসেন ও মটবী গ্রামের হাফেজ আহমেদের ছেলে মো. শামছুদ্দিনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এ ছাড়া একই সময়ে পৃথক অভিযানে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তাহের ফোর্স নিয়ে চন্দ্রগঞ্জ বাজার থেকে জিসান বাহিনীর সদস্য ও শেখপুর গ্রামের শামসুল হকের ছেলে আবুল হোসেন ওরফে আবুকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৩, ২০১৩)