‘ভয় দেখাবেন না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত’
দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভয় দেখাবেন না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। কত লক্ষ বোমা মারবেন, আমরা প্রস্তুত আছি। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে গেলে আপনাদের গাত্রদাহ হয় কেন?
জাতীয় যুব সংহতির পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়া জাপা নেতাদের গণসংবর্ধনা সভায় শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা বোমাবাজি করি না, ভাঙচুর করি না। তাই বলে আমাদের দূর্বল ভাববেন না। আমাদের লক্ষ কর্মী তৈরি আছে। আজ কেবল নমুনা দেখালাম। মনে রাখবেন, ইট মারলে পাটকেল খেতে হয়।
এরশাদ আরো বলেন, আমরা সংঘাতে বিশ্বাস করি না। আমরা দেশের উন্নয়ন চাই। আমরা এই দূর্নীতিবাজ সরকারের পতন চাই। কিন্তু সরকার সরানোর পথ কি? নির্বাচন। নির্বাচন ছাড়া সরকার পতনের কোনো পথ নেই। তাই আমরা নির্বাচনে যাচ্ছি।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা নির্বাচনে যাওয়ায় দেশের মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে। মানুষ দুই দলকে আর দেখতে চায় না। দুই রাহুর হাত থেকে মানুষ মুক্তি চায়। তাই আগামী নির্বাচনে সবার মার্কা হবে লাঙ্গল। লাঙ্গল হবে সরকার পরিবর্তনের মার্কা।
সভা শেষে এরশাদ বলেন, তোমরা ভালো থেকো। মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। আজ যে নমুনা দেখালে, প্রয়োজন হলে আবার দেখাবে।
সভার শুরুতেই ফুল দিয়ে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়া জাপার নেতাদের সংবর্ধনা দেয়ার কথা থাকলেও বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা সম্ভব হয়নি। এক পর্যায়ে বিশৃঙ্খলা চরমে পৌঁছালে এরশাদ বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন।
সভা শেষে জাপা প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, মহাসচিব ও বিমানমমন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় আসেননি স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, যুগ্ম-মহাসচিব জহিরুল ইসলাম জহির, মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি জাফরুল্লাহ মজুমদার আজাদ, প্রমুখ।
(দি দিরিপোর্ট/সাআ/এমএইচও/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)