দিরিপোর্টপ্রতিবেদক : ৬৪টি জেলায় ২৩ নভেম্বর থেকে ‘অ্যাক্রোবেটিক উৎসব’ ও শিশুদের জন্য তিনমাসব্যাপী কর্মশালা শুরু হল। রাজবাড়ী অ্যাক্রোবেটিক সেন্টারে শনিবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন মাধ্যম অ্যাক্রোবেটিকের অবস্থান বাংলাদেশে অপেক্ষাকৃত দুর্বল হলেও ক্রমেই তা জনপ্রিয় হচ্ছে। এই শিল্প এবং এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের উন্নয়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দুই বছর ধরে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে রাজবাড়ীতে অবস্থিত অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রকে সচল করা হয়েছে।

২০১২ সালে রাজবাড়ীতে ২৫জন অ্যাক্রোবেটিক শিল্পী, ৭২জন শিশুশিল্পী ও ঢাকাতে ৫০জন শিশুশিল্পীকে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নতুন অ্যাক্রোবেটিক শিল্পী তৈরির লক্ষ্যে শিশুদের জন্য দেশব্যাপী মোট ৩ মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশের অ্যাক্রোবেটিককে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে একে একে ৬৪টি জেলায় এই কার্যক্রম চলবে।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৩, ২০১৩)