তুর্কি রাষ্ট্রদূতকে মিসর ছাড়ার নির্দেশ
দিরিপোর্ট ডেস্ক : দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মিসর। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে মিসরের অন্তর্বর্তীকালীন সরকার শনিবার এ নির্দেশ দিলো। খবর বিবিসি ও আলজাজিরার।
তুরস্কের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে মিসর। এছাড়া দেশটি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির মিত্রতায় ক্ষোভ প্রকাশ করেছে।
তুর্কি সরকারের বিরুদ্ধে মিসরে মুরসি সমর্থকদের বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগও তুলেছে দেশটির সরকার।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্দ আবদেলেত্তি বলেন, ‘মিসরের স্বার্থের বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়া ও দেশটিতে সংঘাত সৃষ্টি করতে চায় এমন দলকে সমর্থন দিচ্ছে তুরস্ক।’
এদিকে মিসর সরকারের এমন আচরণের জবাব চাইবে বলে তাৎক্ষণিক এক ক্ষুদ্র বার্তায় তুর্কি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)